Print Date & Time : 16 May 2025 Friday 7:16 am

দলীয় কর্মসূচিতে অংশ নেননি আ’লীগ সভাপতি মাহবুব

পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবসের দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে অনুসারীদের নিয়ে আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসের কর্মসূচিতে অনুসারীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাহবুবুর রহমান।
এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী বলেন, তিনি দলের সভাপতি। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। এরপরও বিজয় দিবসের দলীয় কর্মসূচিতে তিনি অংশ নেননি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার বলেন, তিনি দলের কর্মসূচিতে অংশ না নিলেও অনুসারীদের নিয়ে আলাদাভাবে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছেন। তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে দল থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//