দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জন্য এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজ্য় সুরেকা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, বাংলাদেশ ছাত্র লীগের সহ সভাপতি বাঁধন, সাবেক নেতা রিজভী হাসান মাহমুদ হিরন সহ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজ্য সুরেকা জানান, গত তিনবার মনোনয়ন দিয়ে শেখ হাসিনা আমাদের জননেতা মাহবুব-উল আলম হানিফ ‘র ওপর আস্থা রেখেছেন। এবারও দল তাঁকে মনোনয়ন দিলে জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পাবেন।
তিনি বলেন, সারা বছর রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততার মধ্যেও নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় প্রতি সপ্তাহে আসতেন। দলের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে কাজ করেছেন। দল তাঁকে মনোনয়ন দিলে আশা করি দল মত নির্বিশেষে সবাই আমাদের নেতাকে আবারও নির্বাচিত করবেন।
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফীন বলেন, দেশ স্বাধীনের পর কুষ্টিয়ায় যত উন্নয়ন হয়েছে এর মধ্যে মাহবুব-উল আলম হানিফ এমপি সবচেয়ে বেশি দৃশ্যমান উন্নয়ন করেছে। আবারও ক্ষমতায় এসে এই কুষ্টিয়া জেলাকে মডেল জেলায় রুপান্তর করবেন বলে বিশ্বাস করি।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১৯,২০২৩//

Discussion about this post