পটুয়াখালীর দশমিনায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১ সেপ্টেম্বর শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বিএনপির নেতামর্কীরা ও থমথমে অবস্থা বিরাজ করছে উপজেলা সদরে।
জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘটনার দিন উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের ঢিলা সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করে বিএনপি। এতে শত শত নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিলটি পূজাখোলা এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ি পড়েন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও আ.লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তবে, পুলিশ ও আ.লীগের দাবি, বিএনপির নেতাকর্মীরা দফায় দাফায় মিছিল করে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং তাদের গাড়ি ভাঙচুর ও দোকানপাটে হামলা করেন।
উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ন সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফজিয়াস উদ্দিন জয় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি নেতারা কোনো হামলার ঘটনা ঘটায়নি। তিনি নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নেয়া হয়েছিল। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালায়। এতে তাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, পুলিশ হয়রানিমূলভাবে বিএনপির নেতাকর্মীদের আটক করে হয়রানি করছেন।
দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিএনপির নেতারা সড়কে যানযাট সৃষ্টি করায় পুলিশ তাদের চলে যেতে বলেন। কিন্তু তারা না গিয়ে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ান। পরে উৎসুক বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন,পুলিশের মটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে এবং দুই জনকে আটক করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/