বিএনপি ও জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ সফল করতে প্রথম দিনেই খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নে ককটেল বিস্ফোরণ ও রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে জামাত শিবিরের কর্মীরা। সর্বশেষ এ ঘটনায় দাকোপ থানায় একটি মামলা হয়েছে।
দাকোপ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা বোর্ডবাড়ী বাজারে রাস্তায় জামাত শিবিরের কর্মীরা পরপর ৪/৫ টি ককটেল বিস্ফোরণ ও রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে ৩টি ককটেল, ৬টি লোহার রড, ১৬টি বিস্ফোরিত ককটেলের কৌটা, ৩টি জালের কাঁটি ও লাল কষ্টটেপ জব্দ করে। এসময় কিছু আসামী পালিয়ে যায়। এ বিষয়ে দাকোপ থানায় একটি মামলা হয়েছে, মামলা নং ১৩ তারিখ ৩১-১০-২৩।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চত করে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত জানান, জামায়াত বিএনপির কর্মীরা হরতাল ও অবরোধ সফল করার জন্য কৈলাশগঞ্জ ইউনিয়নের বোর্ডবাড়ী বাজারে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের সুবিধার্থে ধৃত আসামিদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post