কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দাদন ব্যবসার কবলে পড়ে সোনালী ও ব্রয়লার মুরগীর দাম বেড়েই চলেছে। খামার থেকে তিন হাত ঘুরে খুচরা ব্যবসায়ীদের হাতে আসে এই মুরগী।
একারনে দাদন সিন্ডিকেটের হাতেই মুরগির দাম নির্ধারিত হয়ে থাকে। ফলে এক সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগীর দাম ২ শত ৭০ টাকা থেকে বেড়ে কেজি প্রতি ৩ শত টাকা দরে বিক্রি হচ্ছে।
সেই সাথে ব্রয়লার মুরগীও কেজি প্রতি ৩০টাকা বেড়ে ২ শত টাকা দরে বিক্রি হচ্ছে। ২১ অক্টোবর সোমবার সকালে কুষ্টিয়া মিউনিসিপ্যাল বাজারসহ আশপাশের মুরগীর দোকানে এ দামেই মুরগী বিক্রি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, কুষ্টিয়া অঞ্চলে এক শ্রেনীর দাদন ব্যবসায়ী খামার মালিকদের মুরগির বাচ্চা ও খাদ্য সরবরাহ করে থাকেন। চুক্তি অনুযায়ী ঐ দাদন ব্যবসায়ীদের কাছেই ডিম ও মুরগী সরবরাহ করতে বাধ্য থাকেন খামারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া মিউনিসিপ্যাল বাজারের একজন মুরগী ব্যবসায়ী জানান, চৌড়হাস এলাকার কালু, দবির মোল্লা গেইটের নূর ইসলাম, ত্রিমোহনী এলাকার খাদ্য ব্যবসায়ী আসাদুলসহ অনেকেই এসব দাদন ব্যবসার সাথে জড়িত। দাদন ব্যবসায়ীরা কুষ্টিয়া মিউনিসিপ্যাল বাজারের নির্দিষ্ট কয়েকজন ডিলারের কাছে মুরগী সরবরাহ করে থাকেন।
লালন,হাসান,খায়রুলসহ কয়েকজন কাছে মুরগির দাম নির্ধারণ করে মুরগী সরবরাহ করে থাকেন। এসমস্ত ডিলারের কাছ থেকে বিভিন্ন স্হানের খুচরা ব্যবসায়ীরা মুরগী নিয়ে ব্যবসা করে। এসব সিন্ডিকেটের হাতেই কুষ্টিয়া অঞ্চলে মুরগীর দাম নির্ধারিত হয়ে থাকে।
এহ/22/10/24/ দেশ তথ্য