Print Date & Time : 10 September 2025 Wednesday 8:07 pm

দাম কমাও জান বাঁচাও শ্লোগানে কমিউনিস্ট পার্টির পথসভা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, ভোটাধিকার ফিরিয়ে দাও, পরিবারের জন্য রেসনিং কার্ডসহ ন্যায্যমূল্যের দোকান চালুর দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখা শহরে পথসভা ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কলেজ মোড় ও কেন্দ্রীয় শাপলা চত্বরে পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি উপেন্দ্র কুমার রায়, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক সুব্রতা রায়, সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, আজ দেশের প্রতিটি সেক্টর দুর্নিতিতে নিমজ্জিত। সাধারণ-শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গেছে দ্রব্যমূল্যের লাগাম। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না। ৬৪টি জেলার মধ্যে কুড়িগ্রাম জেলা দারিদ্রে পিছিয়ে পরলেও সরকারের নজর নেই সেদিকে। ফলে সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘দাম কমাও জান বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও’ এই শ্লোগান নিয়ে সমাবেশ আয়োজন করে কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখা। 

এবি/দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//