Print Date & Time : 2 July 2025 Wednesday 2:08 am

‘দাম দিয়ে কিনেছি বাংলা’ নাটকের মঞ্চায়ন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সরকারি কলেজ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঞ্চায়ন করা হয় মঞ্চ নাটক ‘দাম দিয়ে কিনেছি বাংলা’।
সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার আয়োজনে ও কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগিতায় ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক ইউনিট, ইয়েস গ্রুপের পরিবেশনায় এটি অনুষ্ঠিত হয়।

ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার সভাপতি মো: রফিকুল আলম টুকু। সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার সার্বিক তত্ত্বাবধানে নাটকটির নির্দেশনা দেন সনাক সদস্য সুভাশীষ সাহা খোকন।
এছাড়াও সকালে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি মো: রফিকুল আলম টুকু, সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, সদস্য খোন্দকার আমানুল্লাহ, সুভাশীষ সাহা খোকন, মো: মুজিবুর রহমান, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: রায়হানুল ইসলামসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দ।

দৈনিক দেশতথ্য/এসএইচ//