মৌলভীবাজার প্রতিনিধি: সরকারের দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জনে ব্র্যাক কার্যকরী ও সম্পূরক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
গত (১০ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদও উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামেব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির ২০বছর পূর্তি ও আর্ন্তজাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্র্যাকের এডভোকেসি ফর সোস্যাল চেঞ্জ-এর বিভাগীয় ব্যবস্থাপক রিপন চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি বলেন, প্রাপ্ত বয়স্ক নারী এবং কিশোরীদের আত্ম-কর্মসংস্তানের জন্য কর্মমুখী প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। ব্র্যাক বিভিন্ন ধরনের বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে কমিউনিটির মানুষদেও আত্মনির্ভরশীল করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে চলেছে ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার,শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বণালী দাস,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তার,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,আলট্রা পুওর গ্র্যাজুয়েশন,প্রকল্পের জেলা ম্যানেজার মেহেদী হাসান প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post