শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার দিঘলিয়ায় দু’দিনের ব্যবধানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। একইসাথে ঘটনায় জড়িত থাকায় দু’যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর দুইটায় এডিশনাল এসপি (প্রশাসন) মোঃ তানভীর আহন্মেদ প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের অস্ত্র উদ্ধার, আসামী গ্রেপ্তার এবং এ অভিযান পরিচালনার ব্যাপারে জানান।
২৬ জুলাই বেলা পৌনে ৩ টায় গোপন সূত্রে দিঘলিয়া থানা পুলিশ জানতে পারে দেয়াড়া গ্রামাস্থ রিনা বেগমের ভাড়া বাসায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ ও দিঘলিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তারা দেয়াড়া কলোনি এলাকা ঘেরাও করে এবং মোঃ রাজিব হোসেন (২৮) এবং মোঃ ইসমাইল হোসেন (৩৪) নামে ২ জনকে আটক করে এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে।
রাজীব হোসেনের পিতার নাম মৃত সুলতান সরদার। সে খুলনার খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাজিব গত দুই মাস পূর্বে দেয়াড়া কলোনি এলাকায় রিনা বেগম এর বাড়িতে স্ত্রীসহ বাসা ভাডা নেয়। অপর যুবক ইসমাইলের বাড়ি সেনহাটী (রেজার মোড়) এলাকায়।
ব্রিফিংএ জানো হয়, গতকালের দেয়াড়া কলোনির অভিযানে নেতৃত্বে ছিলেন,দিঘলিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার, এসআই আজিজ মাহমুদ, সঞ্জিত সাহা, রানা প্রতাপ ঘোষ, মফিজুল ইসলাম, অনুপ ধর, শাহাবুদ্দিন, এ এস আই নাসিরুদ্দিন, দেবাশীষ, শ্যামল ও জাহিদুল ইসলাম প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post