শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের দাঁড়ির পাড় এলাকায় পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। শিশু আরেফিন ওই এলাকার রিয়াজ ফকিরের ছেলে।
মৎস্য চাষী রিয়াজ ফকির তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির পাশে নিজস্ব মৎস্য ঘেরে মাছের খাবার ও পানি দিতে গেলে ছোট ছেলে আরেফিন তাদের পিছনে পিছনে যায়। একপর্যায়ে বাবা-মা শিশু আরেফিনকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর তারা ঘেরের কাজে ব্যস্ত হয়ে পড়ে।
পরবর্তীতে বাচ্চাটি বাড়িতে না গিয়ে যে কোন সময় বাবা-মায়ের অগোচরে ঘেরের পানিতে পড়ে যায়। এরপর দুপুর ১২ টার দিকে শিশু আরেফিনের মৃতদেহ পনিতে ভেসে উঠলে তাৎক্ষণিকভাবে তার পিতামাতা শিশুটিকে উদ্ধার করে নিয়ে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দৈনিক দেশতথ্য//এল//