প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পনের জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
আজ রোববার (৫ জানুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাহেল আহমেদ সকাল সাড়ে এগারটা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অভিযান পরিচালনা করেন।
এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন,২০০৫ এবং একই সময়ে দিনাজপুর কেন্দ্রীয় বড় মাঠ এলাকায় মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সড়ক পরিবহন আইন,২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১৫জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট তিন হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাহেল আহমেদ জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post