Print Date & Time : 1 July 2025 Tuesday 10:04 pm

দিনাজপুরে হুইল চেয়ার বিতরণ

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।।দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস উপলক্ষে শয্যাশায়ী প্রতিবন্ধী এক শিশুকে হুইলন চেয়ার প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ আগষ্ট) সকাল ১০ টায় ‘আমরা করব জয়’ সংগঠনের উদ্যোগে এবং বাজার গার্মেন্টস্ ব্যবসায়ীদের সহযোগিতায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামে শয্যাশায়ী প্রতিবন্ধী শিশু বুলবুল ইসলামের (১২) বাড়ীতে গিয়ে হুইলচেয়ার প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। প্রতিবন্ধী শিশু বুলবুল ইসলাম ওই গ্রামের দিনমজুর রহেদুল মন্ডলের ছেলে এবং মাদ্রাসা শিক্ষার্থী।

হুইলচেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি শাকিল আহম্মেদ, কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অনন্যা প্রামাণিক, সদস্য হায়দার আলী, প্রেমা দাস, আমিনুল ইসলাম, শর্মিলী ছন্দা, ইয়াছিন সরকার, জাহিদ হাসান, আমিনুল ইসলাম আকাশ, তুষার ইমরান, আরিয়ান বাবু, বাজার গার্মেন্টস্ ব্যবসায়ী সৈয়দ মুক্তার প্রমুখ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘আমাদের কাছে হুইলচেয়ারের আবেদন জানানো হলে আমরা সরেজমিনে গিয়ে বুলবুল ইসলামের অবস্থা দেখে বাজার গার্মেন্টস্ ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

বুলবুল ইসলামের বাবা রহেদুল মÐল বলেন, ‘সংগঠনটিকে জানানোর পর কিছুদিনের মধ্যে তারা আমার শারীরিক প্রতিবন্ধী শিশু ছেলেকে হুইলচেয়ার দিয়েছে। ছেলেকে বর্তমানে দিনাজপুর পপুলারে চিকিৎসা করানো হচ্ছে। 

উল্লেখ্য, ৫ মাস পূর্বে ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় মাটিতে পড়ে গিয়ে গলার নিচ থেকে পুরো শরীর অবস হয়ে যায়। চিকিৎসা করে বর্তমানে হাতগুলো সজল হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//১৭ আগষ্ট-২০২২