বহুল আলোচিত সমালোচিত মুভি হলো দিন The Day সেই ঈদে মুক্তির পর থেকে ছবিটি নিয়ে আজ অবধি মিডিয়া পাড়ায় আলোচনা সমালোচনা জায়গা দখল করে রেখেছে। এইবার এই দিন The Day সিনেমা দেখে মিডিয়া ও মানবাধিকার কর্মী সোহাগ আলী তার ফেসবুক ওয়ালে মন্তব্য করে পোস্ট করেন।
তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ যদিও বাংলাদেশী মুভি আমি গত কয়েক বছর ধরেই দেখি না সেটার কারণ হলো কপি মুভি অথবা সব তথাকথিত সুপারস্টারের প্রেম কাহিনীর মুভি যা শুরু দেখলেই শেষে কী হবে, কীভাবে হবে তা বলে দেওয়া যায় ইত্যাদি।
তবে অনন্ত জলিলের দিন The Day সিনেমাটি আজকে দেখে কিছু কথা বলতে চাই, প্রথমত বাংলাদেশি মুভি হিসেবে এমন আধুনিক একশন মুভি হবে তা কল্পনাও করতে পারিনি। মুভিটার লোকেশনগুলো, মেকাপ, কোরিওগ্রাফি, কাহিনী চমৎকার ছিলো। অনন্ত জলিল বা AJ এর অভিনয়ও জোস ছিলো তবে নায়িকা হিসেবে বর্ষার অভিনয় মোটেও ভালো নয় তার পরিবর্তে অন্য নায়িকা অথবা মূল নায়িকা ছাড়ায় মুভিটা করলে আরও ভালো হতো সিনেমাটি। এইধরনের সিনেমার ক্ষেত্রে গ্রাফিক্স/ VFX আরও উন্নত করতে হবে।
সিনেমায় তামিল মুভির মতো কিংবা সবধরনের দর্শককে আকৃষ্ট করতে কমেডি পার্ট রাখলে আরও ভালো হতো। যাইহোক বাংলাদেশী সিনেমা হিসেবে এক কথায় আশানুরূপ এবং চমৎকার সিনেমা। আমি সিনেমার রেটিং দিব ৮.৫/১০।
সিনেমার বাজেট নিয়ে কোনো কথা বলতে চাইনা তবে ১০০ কোটি না হলেও অনেক ব্যায় বহুল সিনেমা এটি এটা নিশ্চিত। আর অনন্ত বর্ষার এই সিনেমার প্রচারণা কৌশল অত্যান্ত চমৎকার ছিলো এই সিনেমার প্রচারণার কারণেই সিনেমা হলগুলোতে কয়েক বছর পর অনেক মানুষ ফিরেছে এবং হাওয়া ও পরাণ মুভিও এই সুযোগে হিট হয়েছে। তবে হাওয়ার মতো নাটকগুলোকে সিনেমা নয় জনপ্রিয় টেলিফিল্ম বলা যেতে পারে।
সবশেষে বলবো অসম্ভব কে সম্ভব করায় অনন্ত জলিলের কাজ ! এই কথাটি সত্যিই তিনি দিন দ্যা ডে মুভিতে করে দেখিয়েছেন। তার মতো একজন সৃজনশীল অভিনেতা ও শিল্পপতির হাত ধরেই বাংলাদেশী সিনেমায় পরিবর্তন আসুক এবং দেশ বিদেশে ছড়িয়ে যাক বাংলাদেশী সিনেমার গুণগান।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২২//

Discussion about this post