সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার লোককবি বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও গানের সম্রাট বাউল কামাল উদ্দিনের (কামাল পাশা) স্মরণে দুদিনব্যাপী সাহিত্য মেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কবি সাহিত্যিক ও বাউল শিল্পীদের পরিবেশিত গান ও স্বরচিত কবিতা পাঠ এবং বইমেলার মধ্যে দিয়ে মেলা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন ও দিরাই থানার ওসি কাজী মোক্তাদির আহমদ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন শাহ আব্দুল করিম পরিষদের প্রবীণ বাউল শিল্পী রনেশ ঠাকুর,বাউল সিরাজ উদ্দিন, বাউল শাহীনূর সরকার, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের আহবায়ক বাউল আল-হেলাল, শিক্ষিকা রমা পাল ও দিরাই থানার ওসি তদন্ত আকরাম হোসেনসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
জেলার ৫ প্রধান লোক কবির মধ্যমণি বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও গানের সম্রাট কামাল পাশা (কামাল উদ্দিন) রচিত বিভিন্ন সংগীত পরিবেশন করার পাশাপাশি শান্তিগঞ্জের সোনাই রাম আকর্ষনীয় যাদু পরিবেশনের মাধ্যমে দেশপ্রেমকে জাগিয়ে তুলেন।
বিলুপ্ত হয়ে যাওয়া কিচ্ছা গান পরিবেশন করেন কিচ্ছা গানের শিল্পী তারা খান। যন্ত্রশিল্পে মনোমুগ্ধকর সুর তুলে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন সুনামগঞ্জের শিল্পী সোহেল রানা, শীতন দাস ও উত্তম। অনুষ্ঠানে সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ননীগোপাল দাস, দিরাই থানার ওসি কাজী মোক্তাদির আহমদ, দিরাই কলেজ প্রভাষক অঞ্জন দাস, দিরাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃনাল কান্তি চক্রবর্তী, শিক্ষক নেতা জসীম উদ্দিন ও সংস্কৃতিসেবী আপেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগীত জগতে মহকুমা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষা সৈনিক সাংবাদিক মুহাম্মদ আবদুল হাই ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী ওস্তাদ রামকানাই দাশ এর অবদানকে স্মরণ করেন বিভিন্ন আলোচকবৃন্দ।
উদ্বোধনী দিনে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে সাহিত্য প্রেমীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। পরে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়। বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যকদের সৃষ্টি কর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় এই সাহিত্য মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এরপর উপজেলা গণমিলনাতন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে ও শিক্ষক মনিকা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, দিরাই সরকারী উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, ভাটিবাংলা বাউল একাডেমির সাধারণ সম্পাদক শাহ আব্দুল তোয়াহেদ, প্রভাষক ও সাহিত্যিক রফিকুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক দ্রুপদ চৌধুরী নূপুর, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমূখ।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মোঃ নুরুল হুদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। অনুষ্ঠানের ২য় পর্বে দিরাই উপজেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ পাঠ করেন শুকুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী। লেখক ও বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আল আজাদ, বিশ্বপতি রায় প্রমুখ।
প্রবন্ধ পাঠ আলোচনা সভায় দিরাই’র সাহিত্য ও সংস্কৃতি প্রবন্ধে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসেনি বলে জানান বক্তারা এবং তা সংযুক্তির দাবী রাখেন। এরপর লেখক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অদ্যাপক ড.শরদিন্দু ভট্টাচার্য। বিকেল চারটায় শুরু হয় সাহিত্য পাঠ ও সাহিত্য আড্ডা।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৮,২০২৩//

Discussion about this post