নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র অবস্থিত বিশ্বকবি রবী ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টীয় সালের শেষদিন ও ২০২২ সালের প্রথম দিনকে ঘিরে শীতকালীন এই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বাংলা বিভাগের পাশাপাশি ইংরেজি বিভাগও এই উৎসবে পিঠার পসরা সাজিয়ে অংশগ্রহণ করেছে। এছাড়া পিঠা-পুলির উৎসবে অংশগ্রহণ করেছে কুষ্টিয়া নারী উদ্যোক্তা (কুনাউ)এর সদস্যবৃন্দ। পিঠা উৎসব ছাড়াও এই আয়োজনকে ঘিরে চলছে মেহেদী উৎসব। বিশ্ববিদ্যালয়ের প্রবেশগেটে মেহেদী কর্নার এর আয়োজনের মাধ্যমে সাজিয়ে দেওয়া হচ্ছে মেহেদী রঙে। ৩১ ডিসেম্বর, ২০২১ শুক্রবার বেলা দশটায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন স্টল প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ শহিদুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডক্টর ইসমত আরা খাতুন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয?ারিং বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আলী, বিওটির সদস্য জনাব মনিরুজ্জামান ও জনাব জুলফিকার আলী, ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পিঠা উৎসব চলবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পযর্ন্ত।

Print Date & Time : 5 July 2025 Saturday 2:31 pm