: নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে জলঢাকা উপজেলা (৩ নম্বর) ওয়ার্ডে একটি ভোটও পাননি সাধারণ সদস্য প্রার্থী মমিনুল ইসলাম এবং নীলফামারী সদর উপজেলা (৪ নম্বর) ওয়ার্ডে সোহেল রানা নামের এই দুই প্রার্থী।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন।
জানা যায়, জলঢাকায় উপজেলায় সাধারণ সদস্য প্রার্থী মোঃ মমিনুল ইসলাম অটো রিক্সা প্রতীকে ০ ভোট,নবকুমার রায় (হাতি) ১, পরবানন্দ রায় (বৈদ্যুতিক পাখা)২, লালবাবু রায় (তালা) ৩ আর নীলফামারী সদর উপজেলায় সোহেল রানা (তালা) ০ । এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে শ্রী সন্ধ্যা রানী ২ পেয়েছেন
এবিষয়ে তালা প্রতিকের প্রার্থী সোহেল রানা জানান, সাতটি ভোট পাওয়ার কথা শেষে দেখি নিজের ভোটাও নাই। তবে ভোট সুষ্ঠু হয়েছে। কারণ আমার টাকা থাকলে নির্বাচনে টাকা ঢালতে পারতাম তখন বিজয়ী হতাম।
অপর আরেক প্রার্থী মোঃ মমিনুল ইসলাম বলেন আমার মন ভালো নেই! যে নির্বাচন হয়েছে তা বর্ণনা দেওয়ার বাহিরে। জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে ব্যবস্থা গ্রহন করা হবে। ‘ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘সাধারণ সদস্য পদে জলঢাকায় প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী এবং সদর উপজেলায় ৩ জন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয় দুপুর ২টা পর্যন্ত নির্বাচন চলে । ওয়ার্ড দুটিতে নির্ধারিত সময়ে শতভাগ ৩৮০টি ভোট পড়েছে।’
এবি//দৈনিকদেশতথ্য//অক্টোবর ১৭,২০২২//