Print Date & Time : 11 May 2025 Sunday 4:28 am

দুই বছরে দেশের রপ্তানি হবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দুই বছরে বাংলাদেশের রপ্তানি হবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর আমরা ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হবে বলে আশা করা হচ্ছ

মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘২৯তম চট্রগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’ এর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের রপ্তানি দিনদিন বাড়ছে। আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। বিশেষ উদ্যোগ নেয়ার কারণে আমাদের আরও পাঁচ থেকে ছয়টি পণ্য বছরে এক বিলিয়েনের বেশি রপ্তানি করবে। দেশের রপ্তানি বৃদ্ধিতে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সরকার সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

টিপু মুনশি বলেন, দেশে একের পর এক শিল্প কলকারখানা গড়ে উঠছে। পণ্য উৎপাদন বাড়ছে। বাংলাদেশ ঘুড়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি শক্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবসায়ীদের ভূমিকা অনেক বেশি। বাংলাদেশ আজ পাকিস্থান থেকে সকল সূচকে এগিয়ে আছে, এমনটি ভারতের সাথে প্রায় সাতটি সূচকে এগিয়ে আছে। আমাদের সামনে উজ্জল সম্ভাবনা। এ সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য চট্রগ্রাম খুবই গুরুত্বপূর্ণ স্থান। সকারও চট্রগ্রামকে অধিক গুরুত্ব দেয়। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য ইতোসমধ্যে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে, এখও কাজ চলছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। যোগাযোগ ব্যবস্তার উন্নতি করা হয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখন ব্যবসায়ীদের দায়িত্ব বেড়েগেছে।

২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ মাসব্যাপী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা দর্শণার্থীদের জন্য মেলা খোলা থাকবে। শিক্ষার্থীদের জন্য বিনা টিকেটে মেলায় প্রবেশের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে চট্রগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য ও চট্রগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট এম এ লতিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির, চট্রগ্রাম চেম্বারের পরিচালক ও সিআইটিএফ কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন এবং চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভির।

জা//দেশতথ্য/০১-০৬-২০২২//১২.৩৩ এএম