মির্জাপুরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম
দুই বাসের রেশারেশিতে রাস্তার পাশেই প্রাণ হারিয়েছে রুবেল পারভেজ (৩০)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪০ তম ব্যাচের অত্যান্ত মেধাবী ছাত্র ছিলেন। সম্প্রতি ৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন। তিনি একটি বেসরকারী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন। তার স্বপ্ন ছিল বিসিএসের মত শিক্ষা ক্যাডারে চাকুরী করার। স্বপ্ন পুরনও হয়েছিল। কিন্ত বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করার পুর্বেই তার জীবন প্রদীপ নিভে গেল।
ঘাতক দুই বাস কেড়ে নিল তার প্রাণ। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা-মানিকগঞ্জ রোডের ধামরাই বাস স্টেশন এলাকায় কর্মস্থলে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন রুবেল। এ সময় ঢাকাগামী সেলফি পরিবহন নামে দুই বাসের রেশারেশিতে নিহত হয়েছেন রুবেল। রুবেলের মৃত্যুর খবর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের বন্দ্য কাওয়ালজানী গ্রামে ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে এসেছে।
পুরো এলাকা তার মৃত্যুতে শোকে স্তব্দ। বন্দ্য কাওয়ালজানী খাদেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, রুবেল পারভেজ ছিল এই বিদ্যালয়ের মেধাবী ছাত্র। তার পিতার নাম মোকছেদ আলী মিয়া। রুবেল পারভেজ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪০ তম ব্যাচের মেধাবী ছাত্র। পাশাপাশি একটি বেসরকারী ব্যাংকে সিনিয়র অফিসার ছিল। সম্প্রতি ৪১ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়। গত রবিবার তার গ্রামের বাড়িতে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যরা (পুলিশ) এসে তার যাবতীয় তথ্য নিয়ে (পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে) গেছেন। দুই এক দিনের মধ্যেই তার কর্মস্থলে যোগদান করার কথা ছিল।
বন্দ্য কাওয়ালজানি গ্রামে বিকেলে খোঁজ নিয়ে দেখা গেছে, রুবেল পারভেজের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে দেড় বছরের সন্তান কুলে নিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন স্ত্রী। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে অসহায় বাবা-মা। তাদের বুক ফাঁটা আর্তনাতে চার পাশের বাতাস ভারি হয়ে আসছিল। তাদের শান্তনা দেওয়ার মত ভাষা যেন কারও ছিল না। আনিী প্রক্রিয়া শেষে গ্রামরে বাড়িতে তার রাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা বলেন, রুবেল পারভেজ ছিল আমার এলাকার সন্তান। তার মত একজন মেধাবী ছাত্র ও বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ক্যাডারের অকাল মত্যৃতে আমরা গভীর ভাবে শোকাহত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এ ব্যাপারে ঢাকা-মানিকগঞ্জ-সাভার রোডের সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আব্দুল খালেক সাংবাদিকদের জানিয়েছেন, দুই বাসের রেশারেশিতে রাস্তার পাশে দাড়িয়ে থাকা রুবেল পারভেজ বাসের চাপায় পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুই যাত্রী মারা গেছেন। বাস আটক হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৭,২০২৩//

Discussion about this post