Print Date & Time : 11 May 2025 Sunday 8:12 pm

দুই শতাধিক বিলাসবহুল পণ্যে শুল্ক আরোপ

স্টাফ রিপোর্টার:

বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ ও আমদানি প্রবণতা কমাতে এবং দেশীয় পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে দুই শতাধিক বিলাসবহুল ও বিদেশি পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২৩ মে) এ-সংক্রান্ত এনবিআরের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে এনবিআরের জনসংযোগ দপ্তর।

নতুন করে শুল্ক আরোপ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে, আমদানি করা বিস্কুট, চকলেট, বিভিন্ন জাতের ফল, জুস, বিদেশি তৈরি পোশাক, ফার্নিচারের কাঁচামাল ইত্যাদি।

এসব পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত আরোপ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে সূত্রে জানা গেছে।



দৈনিক দেশতথ্য//এল//