Print Date & Time : 28 August 2025 Thursday 5:39 am

দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কোটালীপাড়া( গোপালগঞ্জ)প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালের কন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর হামলার প্রতিবাদে মানববন্ধ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ বুধবার (২৭ আগষ্ট) দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা।
এ সময় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় সাংবাদিকরা। এ কর্মসূচীতে গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন চলাকালে কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আহত সাংবাদিক কালেরকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন,গৌরাঙ্গ লাল দাস, এফ এম মাহবুব সুলতান, প্রমথ রঞ্জন সরকার, কাজী পলাশ, রনি আহম্মেদ, সমীর রায় বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আহত সাংবাদিক কালেরকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু বলেন, গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার জেরে মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রীজ এলাকায় আমার ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করে হামলা করে। এর সাথে সরকারী কর্মচারী মো. বাহাউদ্দিন দাড়িয়া ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা জড়িত রয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করবে।

কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাত বলেন, দেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটলো। এ ঘটনায় জড়িত এক সরকারি কর্মচারী ও বিএনপির নেতারা যুক্ত রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আসামীদের গ্রেফতার না হওয়া পযর্ন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে তিনদিন ১ ঘন্টা করে অবস্থান কর্মসূচী ও কলম বিরতি পালন করা হবে। এর মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

এদিকে, এ ঘটনার পর আহত দুই সাংবাদিক মিজানুর রহমান বুলু ও এইচ এম মেহেদী হাসনাতের শারীরিক খোঁজ খবর নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতারা। এসময় তারা এই দুই সাংবাদিকের পাশে থাকার ঘোষনা দেন।

অপরদিকে, এ ঘটনার পর নিন্দা জানিয়েছে গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলো। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়