নিজস্ব প্রতিবেদক : বৈশি^ক করোনা সংক্রমনে বিপর্যস্ত কুষ্টিয়ায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবায় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেকারর্স লিমিটেডের “বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স”। ২৫০শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড ঘোষিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ন সরঞ্জান হিসেবে দুটি হাই ফ্লো ক্যানোলা নজেল ম্যাশিনসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাইদুল ইসলামের হাতে তুলে দেয়া হয় এসব মালামাল। এসময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মো: খায়রুল আলম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: আব্দুল মোমেন। আকিজ বেকার্স লিমিটেডের পক্ষে প্রতিনিধিত্ব করেন , বিভাগীয় ম্যানেজার (সেল্স এন্ড মার্কেটিং) ইব্রাহীম হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Discussion about this post