Print Date & Time : 5 September 2025 Friday 7:16 pm

দুদকের গণশুনানি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার উদ্যোগে আগামী ২৬ মে কুষ্টিয়ায় গণশুনানি উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দুদক,সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার উপপরিচালক মঈনুল ইসলাম রওশনী।

বক্তব্য রাখেন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল, উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, উপসহকারী পরিচালক মোঃ সায়েদুর রহমান, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, দুপ্রক জেলা কমিটির সদস্যবৃন্দ সরকার রফিকুল ইসলাম শাহিন, মোঃ আবু আকরাম, মোঃ ওবাইদুর রহমান, ইঞ্জিঃ মোঃ সাইফুল আলম মারুফ, শেখ জায়েদুল হক মতিন, নীলিমা আক্তার, পারভীন আক্তার মিলি, মোঃ শহিদুল ইসলাম সুমন প্রমুখ।