Print Date & Time : 21 August 2025 Thursday 1:17 pm

দুদক উপপরিচালক মোঃ জাকারিয়ার বিদায়ী সংবর্ধনা

দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার উপপরিচালক মোঃ জাকারিয়ার বদলিজনিত বিদায়ী সংবর্ধনা গতকাল দুদক জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক নীল কমল পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম। দুদক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা ও চৌধুরী বিশ্বনাথন আনন্দ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম শাহীন, মোঃ ওবাইদুর রহমান, মেহেরপুর শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন, ভেড়ামারা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলম জাকারিয়া টিপু, দৌলতপুর উপ-শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, মিরপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল করিম, খোকসা উপ-শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য শাহ নওয়াজ আনসারী মনজু, আবু আকরাম, আদদুল মতিন, কাজী ইমদাদুল বাশার রিপন।

জা//দৈনিক দেশতথ্য// ২৬ অক্টোবর, ২০২২//