দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া এবং কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোঃ সায়েদুর রহমান ও কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল।
সঞ্চালনা করেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহবায়ক শেখ জায়েদুল হক মতিন। প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেন সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন দুপ্রক জেলা কমিটির সদস্যবৃন্দ সরকার রফিকুল ইসলাম শাহিন, মোঃ আবু আকরাম, কাজী এমদাদুল বাশার রিপন, মোঃ ওবাইদুর রহমান, পারভীন আক্তার মিলি, মোঃ শহিদুল ইসলাম সুমন প্রমুখ।
বিচারকের দায়িত্ব পালন করেন জাফর আহমেদ, মোঃ নুর আলম ইউনুস ও মোঃ শামসুজ্জামান লিন্টু।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে স্কুল অব লরিয়েটস এর ৭ম শ্রেণির শিক্ষার্থী দানিয়ান ইসলাম প্রথম, এডুকেয়ার আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফিক হোসাইন সীমান্ত দ্বিতীয় এবং হাসিব ড্রিম স্কুল কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তৃতীয় হয়েছে। ‘খ’ বিভাগে কুষ্টিয়া জিলা স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী মোঃ তোরাব আলী প্রথম, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা তাজকিয়া দ্বিতীয় এবং হাসিব ড্রিম স্কুল কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী কানিজ হাফসা মারিয়া তৃতীয় স্থান অর্জন করেছে। উল্লেখ্য, বিজয়ীদের আগামী ২১ জুলাই সকালে সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করা হবে।

Discussion about this post