মৌলভীবাজার প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার, কাতার আওয়ামীলীগ এর প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার কামরুল হোসেন মোস্তাক দুবাইয়ের হাসপাতালে শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি সিলেট সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম হাজী গৌছুল হোসেনের বড় ছেলে।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে,ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ্ব কামরুল হোসেন মোস্তাকের ভাই
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইশতাকুল হোসেন ইশতাক,শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার
ইশফাকুল হোসেন, সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ইশরাকুল হোসেন শামীম,
সাবেক ছাত্রলীগ নেতা মরহুম ইসমাইল হোসেন লিলি, এফবিসিসিআই এর পরিচালক ইসহাকুল হোসেন সুইট স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
এদিকে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ্ব কামরুল হোসেন মোস্তাকের মৃত্যুতে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬,২০২৪//

Discussion about this post