Print Date & Time : 21 August 2025 Thursday 8:22 pm

দুর্নীতিবাজের তালিকা চান নতুনধারা


স্টাফ রিপোর্টার: ১১৬ আলেমদের মত ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা চেয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি ১৭ মে সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘১১৬ ইসলাম ধর্মীয় আলেমের তালিকা বনাম ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা’ শীর্ষক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, ইসলামকে পূঁজি করে ধর্ম ব্যবসার অভিযোগে যদি তালিকা আসতে পারে, আমরা ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-সচিব-আমলা-সাংবাদিক-রাজনীতিক-শিক্ষক-আইনজীবি-ব্যবসায়ীর তালিকা চাই। আর এই তালিকা যদি দুদকে গণ কমিশন জমা না দেয়; আগামী নির্বাচনকে সামনে রেখে সেই তালিকা তৈরি ও জমা দেবে নতুনধারার রাজনীতিকেরা।

সভায় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য সামিয়া মাহী প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//