প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ১৫ লাখ টাকার চুক্তির পর ৯ লাখ টাকার লেনদেনের অভিযোগ
কুষ্টিয়া মিরপুর উপজেলাধীন পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা দুর্নীতির অভিযোগে বাতিল করেছে জেলা শিক্ষা অফিসার। গতকাল রোববার (১৩ নভেম্বর) জেলা শিক্ষা অফিসার রমজান আলী তেঘরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে এ নিয়োগ পরীক্ষা বাতিল করেন।
এর আগেও সভাপতি হায়দার আলী মাষ্টার ও প্রধান শিক্ষিকা রোজিনা পারভীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। এতে এলাকাবাসী তেঘরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি-প্রধান শিক্ষিকার উপর ক্ষোভ প্রকাশ করেছেন। দুর্নীতির বিষয়ে একাধিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
জানা যায়, গত ১৫ আগষ্ট ২০২২ ইং তারিখে সরকারি ছুটির দিনে অফিস সহায়ক, নৈশ প্রহরী ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর প্রার্থীদের কাছ থেকে অর্থ লেনদেন ও আত্মীয়তাকরণের অভিযোগ এনে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। সেই অভিযোগের ভিত্তিতে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়। এরপর গত ১৯ অক্টোবর দ্বিতীয় বারের মত আবারো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতেও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। নিয়োগে ম্যানেজিং কমিটির সভাপতির আত্মীয় কোহি মৃধার ছেলে তরিকুল ইসলাম, ওহাব মৃধার ছেলে নাহিদ ও বিপ্লবের স্ত্রী শিলা খাতুনকে চাকুরী দেওয়ার শর্তে অর্থ লেনদেন করা হয়েছে। এদের নিকট হতে জন প্রতি ৫ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা চুক্তি করা হয়। পরে এদের ৩ জনের কাছ থেকে সর্বমোট নগদ ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা পারভীন। এলাকাবাসির অভিযোগ, সভাপতি ও প্রধান শিক্ষিকা দুজনেই এ দুর্নীতিতে জড়িত। দুর্নীতির বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসি ও সাধারণ প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি। এমতাবস্থায় প্রধান শিক্ষিকা রোজিনা পারভীন নিজেকে বাঁচাতে তড়িঘড়ি করে গত ১০ নভেম্বর ২০২২ তারিখে রাতের অন্ধকারে অনুমানিক রাত ১০টার সময় তার প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা সকল নিয়োগ প্রার্থীদের বাসায় ১৩ নভেম্বর ২০২২ তারিখে পরীক্ষার সময় সূচি সম্বলিত পত্র পাঠায় এবং জোরপূর্বক পত্র গ্রহণের স্বাক্ষর নেয়। এতে এলাকাবাসীর মাঝে আরও ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসি আবারও জেলা শিক্ষা অফিসার বরাবর নিয়োগ পরীক্ষা বাতিলের দরখাস্ত করেন। এরই প্রেক্ষিতে গতকাল ১৩ নভেম্বর জেলা শিক্ষা অফিসার স্ব-শরীরে তেঘরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষা বাতিল করেন এবং দুর্নীতির বিষয়টি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকাবাসি ও সাধারণ প্রার্থীদের আশ্বস্থ করেন।
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বা// দৈনিক দেশতথ্য// ১৪ নভেম্বর//

Discussion about this post