Print Date & Time : 5 May 2025 Monday 6:53 pm

দুর্নীতি প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কুষ্টিয়ার মাসিক সভা গতকাল কুষ্টিয়া রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস,এম,কাদেরী শাকিল।

 সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, নির্বাহী সদস্যবৃন্দ সরকার রফিকুল ইসলাম শাহীন, মোঃ আবু আকরাম, মোঃ ওবাইদুর রহমান, ইঞ্জিঃ মোঃ সাইফুল আলম মারুফ, নীলিমা আক্তার, পারভীন আক্তার মিলি, শেখ জায়েদুল হক মতিন, মোঃ শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

সভায় আগামী মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক  গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের সিন্ধান্ত গৃহিত হয়। এজন্য সরকার রফিকুল ইসলাম শাহীনকে আহবায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন মোঃ আবু আকরাম, নীলিমা আক্তার, শেখ জায়েদুল হক মতিন ও মোঃ শহিদুল ইসলাম সুমন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৬ মে ২০২৪