Print Date & Time : 22 August 2025 Friday 3:28 pm

দুর্বৃত্তেরা পুড়িয়েছে বিধবার ঘর: ঠায় হয়েছে আকাশের নিচে

কুষ্টিয়ার মিরপুরের এক ভূমিহীন বিধবার বসতভিটায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমকাঁঠালিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই বিধবার নাম আনোয়ারা খাতুন। সে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমকাঠালিয়া দক্ষিণপাড়ার মৃত আবু বক্করের বিধবা স্ত্রী। সরকারি জায়গায় ঘর তুলে বসবাস করতো। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা বলছেন, তার নিজের কোন জমি না থাকায় ক্যানেলের জমিতে কুড়ে ঘর তুলে বসবাস করতেন। অনেক আগেই তার স্বামী মারা গেছেন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় একা একা এই বাড়ীতে বসবাস করেন তিনি।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাদেক আলী বলেন, রাত সাড়ে বারোটার সময় দুবৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তার ঘরবাড়ি। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হলে মিরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে পুড়ে যাওয়া বিধবা আনোয়ারা খাতুন এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। তাকে সহায়তার জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন এলাবাসী।