Print Date & Time : 2 July 2025 Wednesday 1:23 pm

দুস্থদের ঈদ উপহার দিলেন সেনাপ্রধান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও দরিদ্র মানুষদের ঈদ শুভেচ্ছা উপহার দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (৯ জুলাই) ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যা নিকেতন, মানিকদী প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পক্ষে ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ উপস্থিত দুঃস্থ ও দরিদ্র পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় সামরিক ও অসামরিক কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জা/দেশতথ্য//০৯-০৭-২০২২//০৩.২৫পিএম