Print Date & Time : 6 July 2025 Sunday 12:44 pm

দুস্থ মানুষকে পাঞ্জাবি দিলেন যুবলীগ নেতা বুলেট

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক দুস্থ, অসহায় মানুষের হাতে ঈদের নতুন পাঞ্জাবি তুলে দিলেন মহিপুর থানা যুবলীগের আহবায়ক এএম মিজানুর রহমান বুলেট।

আজ বুধবার বেলা ১১টায় মহিপুর থানা যুবলীগ কার্যালয়ের সামনে এ উপহারের পাঞ্জাবি দেন যুবলীগ নেতা বুলেট।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ ফেরদৌস হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী ইউপি সদস্য মোসাঃ মিনারা বেগম, যুবলীগ নেতা মোঃ সিদ্দিক মোল্লা প্রমূখ।

মহিপুর থানা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট আকন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শতাধিক দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা থাকবে বলে জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//