বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
আটকরা হলো-যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৪) আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান(২১)।এ সময় দুই জন পালিয়ে যায়। তার হলো-মৃত আবুল কাসেমের ছেলে আব্দুল মান্নান (৩২) ও জহির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (২৮)। উভয় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।
শনিবার (২৪ ডিসেম্বর ) দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বণের বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়।”
আটক স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৫০ লক্ষ টাকা। আটককৃত স্বর্ণ ও পাচারকারী দুই জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post