জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ও ন্যায় বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন কুষ্টিয়ার সাংবাদিকরা। তারা বলেছেন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হলে তীব্র আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলম মওলা, কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান, বাংলাভিশনের হাসান আলী, নিউজটোয়েন্টিফোরের জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের শরীফ বিশ্বাস, সময় টিভির এসএম রাশেদ, দৈনিক সাগরখালীর মহাম্মদ আলী জোয়ার্দ্দার, দীপ্ত টিভির দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বেতারের দেলোয়ার মানিক, মিরপুর প্রেসক্লাবের রাশেদুজ্জামান রিমন, বাংলানিউজ টোয়েন্টিফোরের জাহিদ হাসান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক হাওয়ার শেহাব উদ্দীন, ডেইলি সান এর রেজাউল করিম রেজা, দৈনিক পথিকৃৎ এর শাহারিয়া ইমন রুবেল, বিজয় টিভির রিয়াজুল ইসলাম সেতু, সংবাদ প্রতিদিনের রবিউল ইসলাম ইভান, কুষ্টিয়া দর্পণ এর আসলাম আলী, বাংলাদেশের খবর এর আরিফুজ্জামান, বিজনেস স্ট্যান্ডার্ড এর সুজন আহম্মেদ, পরিবর্তন ডটকমের মেজবা উদ্দিন পলাশ, ব্রেকিংনিউজ ডটকম ডটবিডি ও দৈনিক দেশতথ্যের খালিদ সাইফুল, কুষ্টিয়া দর্পণের আবীর হাসান স্বাধীন, কুষ্টিয়া পোস্টের নাইমুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের এসআই সুমন, নিউজটোয়েন্টিফোরের আরাফাত আলী, কুষ্টিয়ার খবরের আলামিন হোসেন প্রমুখ।
এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানান তারা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ জুন ২০২৩