ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর কালিয়াকৈরে হঠাৎ করে সড়কের একাংশ ধসে বড় গর্ত হওয়া সেই স্থানটি মেরামত করেছে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ। গতকাল রোববার সকালে সড়কের ক্ষতিগ্রস্থ স্থান মেরামত করায় দুর্ঘটনার শঙ্কা মুক্ত স্বাভাবিক ভাবে চলছে যানবাহন। ফলে উপজেলা প্রশাসন ও গাজীপুর সড়ক ও জনপথ বিভাগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় গত শুক্রবার রাঁতে ধামরাই-কালিয়াকৈর হঠাৎ করে সড়কের একাংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে আতঙ্কে ও ঝুঁকিতে সড়কের এক পাশ দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করে আসছিল। ওই গর্তে পড়ে কয়েকজন মোটরসাইকেল আরোহী আহত হন। বড় দুর্ঘটনার আশঙ্কায় সেখানে সতর্কমূলক বাঁশ, রশি ও লাল নিশান উড়িয়ে দেয় আহত মোটরসাইকেল আরোহী ও এলাকাবাসী।
এ বিষয়ে গতকাল রোববার দৈনিক দেশ তথ্য বাংলা পত্রিকার প্রথম পাতায় ‘কালিয়াকৈরে সড়কে হঠাৎ সুড়ঙ্গ বড়দুর্ঘটনার আশঙ্কা, শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের তৎপরতায় সড়কের সেই গর্ত মেরামত করে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ। ওই গর্ত মেরামত করায় দুর্ঘটনার শঙ্কা মুক্ত স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করছে।
ফলে উপজেলা প্রশাসন ও গাজীপুর সড়ক ও জনপথ বিভাগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী অভি আহম্মেদ সুজন জানান, ইট-বালু দিয়ে প্রাথমিকভাবে সড়কের ওই গর্তটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে খুব তাড়াতাড়ি সেখানে কার্পেটিং করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বিষয়টি জানতে পেরে অতিদ্রুত সেখানে মেরামতের ব্যবস্থা করা হয়েছে। শুধু এটাই নয়, বিভিন্ন সমস্যার বিষয়ে আমাদের অবগত করা হলে সেগুলো সুন্দরভাবে সমাধানের ব্যবস্থা করা হবে।
দৈনিক দেশতথ্য//এস//