Print Date & Time : 5 July 2025 Saturday 7:49 am

দৈনিক অনির্বাণের প্রতিষ্ঠাতা সম্পাদক একজন আলী আহমেদ

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি : বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিনি গত বছরের ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আলী আহমেদ সাতক্ষীরা মহকুমার কলারোয়া থানার মুরারীকাটি গ্রামের ১৯৪৪ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়াশোনার সময় ১৯৬৪ সালে তিনি দৈনিক পূর্বদেশের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হন। স্বাধীনতার পর ১৯৭২ সালে খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে পূর্বাঞ্চল দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করলে তিনি নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এরপর ১৯৭৫ সালে তিনি বাকশালে যোগ দেন। ১৯৭৭ সালে দৈনিক অর্ণিবাণ সম্পাদনা করেন। ১৯৭২-৭৮ খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ৯১-৯২ সালে সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ সংবাদ সংস্থা’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৮ ও ৮৯ সালে বাংলাদেশ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি নির্বাচিত হন।

১৯৯৬ সালের বিএনপি’র মনোনয়নে সাতক্ষীরা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৬৫ সালের ১ জুলাই থেকে ১৯৯৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত এম এম সিটি কলেজে শিক্ষকতা করেন তিনি।

এছাড়া তিনি খুলনার আহসানউল্লাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ছিলেন। খুলনা শিশু বিদ্যালয়, কলারোয়ায় মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল ও খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর।

দৈনিক দেশতথ্য//এল//