কুষ্টিয়ার দৈনিক আরশীনগর পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ।
কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র সভাপতি ও দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিজ্ঞ জিপি এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্বাচিপের সভাপতি ডাঃ এ.এফ.এম আমিনুল হক রতন (পিএইচডি), কুষ্টিয়া বিএমএ ও নাগরিক কমিটির সভাপতি ডাঃ এস এম মুস্তানজিদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি
আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, চেম্বার অব কমার্সের পরিচালক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানারা বেগম, বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. শামস তানিম মুক্তি, পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সাধারণ সম্পাদক সোহেল রানা, ব্যারিষ্টার গৌরব চাকী, নিউজ টুয়েন্টিফোর
টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোর ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, আরটিভি’র ষ্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, বৈশাখী
টিভির কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, দেশটিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, আলোকিত বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি আরিফ মেহমুদ, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত তুষার, টেলিভিশন ক্যামেরা পার্সন
এ্যাসোসিয়েশনের সভাপতি আশিফুজ্জামান শারফু, এসআই সুমন, আরিফুজ্জামান সহ সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ।
দৈনিক আরশীনগর পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক ফিরোজ কায়সার, বার্তা সম্পাদক এইচএম বেলাল, সিনিয়র রিপোর্টার এসএম ওয়ালিদুজ্জামান শুভ, জাহিদুল হক ডন, এসএম মাহমুদুল হক বাদল, বিশেষ প্রতিনিধি নাঈম খন্দকার সহ রাজবাড়ি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলাসহ সকল উপজেলা প্রতিনিধি ও ষ্টাফ রিপোর্টারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালন করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১১,২০২৩//

Discussion about this post