দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশনা ৩২পেরিয়ে ৩৩ বছরে পড়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পাবলিক লাইব্রেরির প্রবিন হিতৈষী সংঘে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক দেশের বাণীর প্রকাশক ও সম্পাদক মোমিনুর রহমান মমিজ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রার প্রকাশক ও সম্পাদক আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজারের সম্পাদক আনিসুজ্জামান রহমান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মুকুল খসরু, দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু , দৈনিক কুষ্টিয়া দর্পনের সম্পাদক মুজিবুল শেখ, দৈনিক হাওয়ার সম্পাদক আঃ রাজ্জাক বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক দেশতথ্য পত্রিকার যুগ্ম সম্পাদক এনামুল হক, দৈনিক সুত্রপাতের প্রকাশক ও সম্পাদক ডাক্তার মোকাদ্দেস হক সেলিম, দৈনিক দেশের বাণীর বিশেষ প্রতিনিধি এসএম পান্না ও মহিলা সাংবাদিক ডালিয়া পারভিন। দৈনিক কুষ্টিয়া বার্তার সহকারী সম্পাদক নাহিদ সুলতানা পারুল, স্টাফ রিপোর্টার সম্রাট আলী, ফারুক মালিথা, আজিজুল ইসলাম, সজিবুল ইসলাম, লিটন উজ্জামান, মিলন আলী, ইবাদত আলী, রহমতুল্লাহ প্রমুখ ।
বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন দৈনিক কুষ্টিয়া বার্তার নির্বাহী সম্পাদক মতিউর ইসলাম মধু। অনুষ্ঠানের শেষে কেক কাটা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া বার্তার বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান।
এবি//সিটি নিউজ ঢাকা//মে ২৭,২০২৩//

Discussion about this post