জাহিদ হাসান: দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুষ্টিয়া প্রেসক্লাব হলরুমে বুধবার (১৯শে মার্চ) বিকেল সাড়ে ৪ টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি এমএ জিহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর।
ভেড়ামারা প্রতিনিধি জাহিদ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বানী, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সহ সভাপতি নুরু ন্নবী বাবু, লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম লিটন- উজ-জামান, সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানাসহ ৭০ জন সাংবাদিক।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মওলানা হারুনুর রশিদ।