শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) : দৈনিক দেশ তথ্য সহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশে আর্তমানবতার সেবায় অবশেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সুপারিশ প্রাপ্ত খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির দলিত পরিবারের জয় দাস এর পাশে দাঁড়িয়েছেন কাতার প্রবাসী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।
একই ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জয়ের এক বছরের পড়া-লেখার খরচ হিসাবে (১,০০,০০০) এক লক্ষ টাকা প্রদান করেছেন। তিনি কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল মাদ্রাসার সহকারী শিক্ষক মুজিবুর রহমানের ছোট ভাই।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল দলিত জয়ের মেডিক্যালে চান্স পেয়েছে দলিত গোষ্ঠির জয় দাস-ভর্তি সহ পড়ালেখার ব্যায় ভার বহনে সে সহযোগিতা প্রার্থী শিরোনামে দৈনিক দেশ তথ্য এর পাইকগাছা প্রতিনিধি শেখ নাদীর শাহ্’র একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

Discussion about this post