নিজস্ব প্রতিবদেক: ঢাকা থেকে বহুল প্রকাশিত জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস।
পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী-এর স্বাক্ষরিত নিয়োগ পত্রটি গত শনিবার(৮ জানুয়ারি) হাতে পান তিনি। এদিন সকাল সাড়ে এগারোটার সময় পত্রিকাটির ঢাকাস্থ খিলক্ষেত বরুরার কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী নিয়োগ পত্রটি সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস-এর তুলে দেন। এ সময় পত্রিকাটির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গত ০৮.০১.২০২২ইং তারিখ হতে নিয়োগকৃত পত্রটি সূত্রঃ এমকেঃ এ এন্ড এইচআরডিঃ ডিসি/২০২২/০০৩-এ কার্যকর করা হয়। মোঃ আব্দুল কুদ্দুস দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছেন। তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার প্রতিষ্ঠালগ্নে সাংবাদিকতায় হাতেখড়ি নেন। দৈনিক হাওয়া পত্রিকার প্রতিষ্ঠাকালিন বার্তা সম্পাদকের দায়িত্বেও ছিলেন। এছাড়া কুষ্টিয়ার বহুল প্রচারিত দৈনিক আন্দোলনের বাজার পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post