বন্দরনগরী চট্টগ্রাম জেলার অন্তরগত চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভা ষ্টেশন হল অনেক পুরোনো বড় একটি ষ্টেশন ৷ সম্প্রতি নতুন করে দোহাজারি সাঙ্গু ব্রীজ প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সড়কটি দুই পাশে বৃদ্ধি করা হয়েছে যেন যানযটের সমস্যা থেকে মানুষ পরিত্রাণ পায় ৷ কিন্তু, সড়ক সংস্কারে মানুষ উপকৃত হলেও পরিত্রাণ পায়নি দূর্ঘটনার হাত থেকে ৷ গত ০৮/১০/২০২৩ইং দোহাজারি ষ্টেশনের প্রাণ কেন্দ্রে রিক্সার সাথে ইউনিক বাসের সংঘর্ষে মারাত্মক একটি দূর্ঘটনার জন্ম হয় ৷ উক্ত ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হন ৷ প্রশ্ন হচ্ছে— এত বড় সড়ক হওয়া সত্ত্বেও কেন কমছে না নিত্যদিনের দূর্ঘটনা ? এর কারণ হল যথাযত ট্রাফিক আইনের কঠোরতা প্রয়োগের অভাবজনিত ফল এবং চালকদের বেপরোয়া ড্রাইভিং ৷ দেখা যায় যে, মটরচালিত রিক্সাগুলো শৃঙ্খলা না মেনে যেখানে-সেখানে রিক্সা দাঁড় করান এবং প্রধান ষ্টেশন হওয়া সত্ত্বেও যানবাহন চালকরা মেনে চলছে না জেব্রা ক্রসিং ও ট্রাফিক বিভাগের নিয়মবিধি ৷ ফলে নিত্য নতুন দূর্ঘটনার সূচনা হয় ৷ অতএব, দূর্ঘটনা এড়াতে কঠোর আইনের প্রয়োগ করতঃ ট্রাফিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ৷
লেখক: আবদুর রশীদ
সাতকানিয়া, চট্টগ্রাম ৷

Discussion about this post