Print Date & Time : 2 August 2025 Saturday 5:50 pm

দৌলতপুরবাসীর পাশে থাকতে চান বীর মুক্তিযোদ্ধা আনছার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী খান দৌলতপুর উপজেলা বাসীর পাশে থেকে সেবা করতে চান।

(২২ অক্টোবর ২০২৩) রবিবার সকালে ‘বীরের কন্ঠে বীর গাঁথা’ অনুষ্ঠানে যোগদিতে দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আসেন তিনি।ঐ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অতিরিক্ত সচিব থাকার সুবাদে দৌলতপুরের বিভিন্ন রাস্তা, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান , ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে দূর থেকে দৌলতপুরের মানুষের জন্য নানা ভাবে সহযোগিতা করেছি। এসময় তিনি আগামী দ্বাদশ নির্বাচনে অংশ নিবেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন আমি দূর থেকে দৌলতপুরের মানুষের জন্য কাজ করেছি, এখন এই উপজেলার মানুষের পাশে প্রত্যক্ষভাবে থাকতে চাই। তিনি আরো বলেন,যারা মুক্তিযুদ্ধের পরাজিত সৈনিক তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন , প্রধানমন্ত্রী সব ধরনের খোঁজ খবর রাখেন তাই তিনি যাকে দলীয় মনোনয়ন দিবেন সবাই তার পক্ষে কাজ করে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় আনতে হবে।

এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুর সোবহান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডারের সভাপতি মো. মহাসিন আলী, সাধারণ সম্পাদক গোলাম বকতিয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//