দৌলতপুর প্রতিনিধি : পায়ে হেঁটে ৫০ কি: মি: পরিভ্রমণ যাত্রা সফলভাবে শেষ করেছেন কুষ্টিয়ার দৌলতপুরের পাঁচ সদস্যের চল্লিশোর্ধ্ব স্কাউটারের একটি দল। শুক্রবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর হতে কুষ্টিয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে ৫০ কি: মি: পরিভ্রমণ যাত্রা শুরু করেন দলটি।
গতকাল শনিবার দুপুর ২টায় বাংলাদেশ স্কাউটসের এলটি স্কাউটার মো. খায়রুল ইসলামের উপস্থিতিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে পরিভ্রমণ যাত্রা শেষ করেন তারা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি করে কাব স্কাউট/স্কাউট/রোভার স্কাউট দল গঠন কাজে উদ্বুদ্ধকরণ এবং বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সহ স্কাউটিং সম্প্রসারণ ও গতিশীল করনের লক্ষ্য নিয়ে বিশেষ প্রচারনায় চল্লিশোর্ধ্ব স্কাউটারদের শারীরিক ফিটনেস অর্জনে পায়ে হেঁটে ৫০ কি: মি: পথ পরিভ্রমণ করেন দলটি।
পরিভ্রমণকারী দলের সদস্যদের মধ্যে ছিলেন, জাহাঙ্গীর হোসেন (উডব্যাজার) কাবশাখা (পর্যবেক্ষক), মিজানুর রহমান, (উডব্যাজার) স্কাউট শাখা (দলনেতা), শাহরিয়ার জাহান (সিএলটি) কাব শাখা, (নির্দেশক), জহুরুল ইসলাম উডব্যাজার ও মাসুদুর রহমান (উডব্যাজার)।
পরিভ্রমনকারী দলটি দৌলতপুর, রিফাইতপুর, ঝাউদিয়া, শেরপুর, চুনিয়ামোড়, মিরপুর, হয়ে কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ, ত্রিমোহনী, মজমপুর হয়ে ডিসি কোর্ট চত্বর পর্যন্ত পরিভ্রমণকালে তারা সমাজ সচেতনতামূলক শ্লোগান প্রচার করেন। এরমধ্যে রয়েছে ‘প্রকৃতি সংরক্ষন করি, পৃথিবীকে সুস্থ রাখি’, ‘স্কাউটিং এ সম্পৃক্ত হই, নেশাকে না বলি, জীবনকে রিসাইকেলিং করি’ ইত্যাদি।
বাংলাদেশ স্কাউটস দৌলতপুরের কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলামের প্রত্যয়ন নিয়ে চল্লিশোর্ধ্ব স্কাউটারদের দৌলতপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত ৫০ কিলোমিটার পথ পায়ে হেটে পরিভ্রমণে স্কাউটার ও সচেতন মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ মার্চ ২০২৪

Discussion about this post