Print Date & Time : 5 May 2025 Monday 12:13 pm

দৌলতপুরে চেয়ারম্যানের ভাতিজা মাদকসহ আটক

দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপির  চেয়ারম্যান সিরাজ মণ্ডল শপথ নেয়ার পরদিনেই তার ভাতিজা রাকিবুল ইসলাম রানা মণ্ডল (২৫) ইয়াবাসহ আটক হয়েছেন।

এ ঘটনায় উপজেলাজুড়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন এই চেয়ারম্যান। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা ইউনিটের সদস্যরা সিরাজ মণ্ডলের ভাতিজা মাদক ব্যবসায়ী রানা মণ্ডলকে আটক করেন।

ভারতীয় সীমান্তবর্তী ওই ইউনিয়নের ভাগজোত ভেটুলতলা এলাকার বাড়ি থেকে রানা মণ্ডলকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী চেয়ারম্যানের আরেক ভাতিজা ময়নাল মণ্ডলের বাড়িতে অভিযান চালান র‍্যাব সদস্যরা। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে ৯০৮ পিস ইয়াবা উদ্ধার এবং রানা মণ্ডলকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় র‍্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার রাত ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পাবনার র‍্যাব কর্মকর্তা শফিকুল আলম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে রানা মণ্ডলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডলের ছত্রছায়ায় সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট। তারা সেখানকার বেশ কয়েকটি মাদকস্পট নিয়ন্ত্রণ করছেন। চেয়ারম্যান সিরাজ মণ্ডলের বড় ভাই আলী মণ্ডলের ছেলে ময়নাল মণ্ডল এবং চেয়ারম্যানের মেজো ভাই মৃত আজিল মণ্ডলের দুই ছেলে রানা মণ্ডল ও রিমেল মণ্ডল দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের সঙ্গে মাদকের কারবার চালিয়ে আসছেন। তারা বিভিন্ন কৌশলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছেন। সীমান্তের কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা মণ্ডল ঢাকা ও সীমান্ত এলাকার নিজ বাড়ি দুই জায়গাতেই সুবিধামতো অবস্থান করেন। তবে এলাকায় আসলে তিনি বেশিরভাগ সময় চেয়ারম্যানের বাড়িতে থাকেন। সুযোগ মতো তিনি বিভিন্ন মাদক ঢাকায় নিয়ে যান বলেও এলাকাবাসী অভিযোগে জানিয়েছেন।

ভাতিজা ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হওয়ার ঘটনাটি নতুন করে আলোচনায় উঠে এসেছে। আলোচনা-সমালোচনা পিছু ছাড়ছে না এই ‘গুণধর’ চেয়ারম্যানের। নানা কারণে বিতর্কিত হয়ে পড়া চেয়ারম্যান সিরাজ মণ্ডল বৃহস্পতিবার শপথ নেয়ার পরপরই এলাকায় ফের শোডাউন করে নিজের ক্ষমতা জানান দেন। এর পরের দিনেই শুক্রবার চেয়ারম্যানের মাদক ব্যবসায়ী ভাতিজা ইয়াবাসহ আটক হওয়ায় তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে কথা বলার জন্য সিরাজ মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক দেশতথ্য//এল//