দৌলতপুর উপজেলার ঘোড়ামারা-নারায়নপুর(জি.এন) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও’ভূক্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা.দিপুমনি, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড.আ.কা.ম.সরওয়ার জাহান বাদশাহ্কে অভিনন্দন জানিয়ে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ জুলাই) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ,কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড.আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনোরদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. মির্জা আলম রিগান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা শিক্ষা অফিসার সর্দার আবু সালেক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হেলাল উদ্দিন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য মো. তারিক আল মামুন, বীরমুক্তিযোদ্ধা কছিমদ্দীন,আড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক মহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি অ্যাড.আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সে আছে বলেই সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বিনা পয়সায় এমপিওভুক্তি দেওয়া সম্ভব হয়েছে। আগামীতে দৌলতপুরের বাকি সবগুলো নন এমপিও প্রতিষ্ঠান যদি তাদের শর্ত পূরণ করে তাহলে তাদেরকেও পর্যায়ক্রমে এমপিওভুক্তি করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৭,২০২২//

Discussion about this post