Print Date & Time : 23 August 2025 Saturday 5:41 am

দৌলতপুরের প্রবীণ সাংবাদিক আহত

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় প্রবীণ সাংবাদিক এম মামুন রেজা (৬৫) আহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফারাকপুর হিসনা ব্রীজের নিকট সিএনজি’র ধাক্কায় পাখিভ্যানের যাত্রী দৈনিক সংবাদ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম মামুন রেজা গুরুতর আহত হোন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত সাংবাদিক মামুন রেজার পরিবার জানান, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামের নিজ বাড়ী থেকে সাংবাদিক এম মামুন রেজা ব্যাটারী চালিত পাখিভ্যানের যাত্রী হয়ে দৌলতপুর উপজেলা পরিষদে যাচ্ছিলেন। তারাগুনিয়া-কায়মারী সড়কের ফারাকপুর হিসনা ব্রীজের কাছে দ্রুতগামী একটি সিএনজি যাত্রীবাহী পাখিভ্যানকে ধাক্কায় দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে সাংবাদিক এম মামুন রেজা গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১২,২০২২//