Print Date & Time : 17 July 2025 Thursday 8:47 pm

দৌলতপুরের বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ ব্যাচের পুনর্মিলনী

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): স্মৃতির টানে বহুদিন পরে বন্ধুত্বের বন্ধনে আবার আমরা একসাথে ” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন শেষে ওই ব্যাচের শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি বড়গাংদিয়া কলেজ মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় অত্র স্কুলের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন-স্কুলের প্রধান শিক্ষক মো.মহরম হোসেন,সহকারী শিক্ষক মো.শওকত হোসেন,মো.আজগর আলী, আব্দুল বারী, সাবেক শিক্ষার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য তারিক আল মামুন, সাবেক শিক্ষার্থী মো.মিল্টন, সাবেক শিক্ষার্থী মো.হাবিবুর রহমান,সাবেক শিক্ষার্থী ডা. রকিউর রহমান, সাবেক শিক্ষার্থী ডা.মকছেদুল মমিন সহ অন্যান্য সাবেক শিক্ষার্থীরা।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে বিদ্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের সংগীত পরিবেশন করেন। এছাড়াও পরিচয় পর্ব, সম্মাননা গিফট বিতরণ করা হয়। এরপর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//