দৌলতপুরে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম গতকাল সোমবার সকালে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন কাযালয় পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের বার্ষিক কার্যক্রম পরিদর্শন ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন,আমার বাড়ি আমার খামার দর্শন,কমিউনিটি ক্লিনিক দর্শন, মথুরাপুর ভূমি অফিস পরিদর্শন, আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
তিনি সংশ্লিষ্ট অফিসের বিভিন্ন কার্যক্রম ও তাদের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক পরিদর্শন পূর্বক তাদের দিক নির্দেশনা প্রদান করেন। এরপর দুপুরে কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ইউএনও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর ইসলাম।এসময় উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আফরোজ শাহীন খসরু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন এলাকার ৯জন ছাত্র-ছাত্রীদের মাঝে ইউএনও শিক্ষা বৃত্তি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//

Discussion about this post