Print Date & Time : 10 May 2025 Saturday 10:19 am

দৌলতপুরের রিফাইতপুর বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):দেশে অনতিবিলম্বে নির্বাচন ও বিএনপিতে বিগত সময়ে কর্মী বান্ধব থাকা, সাংগঠনিক কার্যক্রমে নিজ নিজ এলাকায় সকল পরিস্থিতিতে সক্রিয় থাকা নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির নেতারা।

শুক্রবার বিকালে দৌলতপুরের হরিণগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিফায়েতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন দৌলতপুর উপজেলা বিএনপি নেতারা। এসময় ৫ আগস্ট পরবর্তী হঠাৎ স্থানীয় নেতৃত্বের দাবিদার, নবাগত ও গ্রুপিং সৃষ্টিকারী বিএনপি নেতাদের হুশিয়ার করেন দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা আহসানুল হক মোল্লার বড় ছেলে, ধানের শীষ প্রতীকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য (কুষ্টিয়া-১), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান লষ্কর, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা বিএনপির অন্যতম সদস্য শামীম রেজা মোল্লা, সদস্য ও সাবেক চেয়ারম্যান আকবর আলী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব রুহুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। সভাটি সঞ্চালনা করেন, রিফয়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মক্কেল আলী।

রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে প্রস্তুত, এই উপজেলায় বিএনপিই জিতবে এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে আমরা ধানের শীষের বিজয় উপহার দিবো। গ্রুপিং থাকলেও জনগণের সাথে ওই গ্রুপের সম্পৃক্ততা না থাকায় আমরা তাদের পাত্তা দিই না। যারা গ্রুপিং করছে ২০০৮ সালের পর তাদের চেহারা দেখা যায়নি। দৌলতপুরে অতীতে নেতাকর্মীদের সকল মামলা জমি বিক্রি করে আমি চালিয়েছি। জনগণের নিরাপত্তা নাই,পুলিশ কাজ করছে না। দেশে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হোগলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে দৌলতপুরের মানুষ ঐক্যবদ্ধ। রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত কোনো আচরণ জনগণ মেনে নিবে না।

দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য নজরুল ইসলাম বলেন, দুর্দিনে যে ছিলো মানুষ তাকে চাচ্ছে নেতৃত্বে। রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা প্রতিদ্বন্দ্বীতার বিশাল ব্যবধানে থাকা শীর্ষ নেতা।

উপজেলা বিএনপির সদস্য শামীম রেজা মোল্লা বলেন, বর্তমান সরকারের সাথে আমাদের বৈরী আচরণ করতে হোক আমরা তা চাইনা। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা-ই সংস্কার। এই প্রস্তাবনা তারেক রহমান অনেক আগেই তুলে ধরেছেন, তা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দেশে স্থিতিশীলতা ফেরাতে নির্বাচন প্রয়োজন বলে দাবি করেন তিনি।