Print Date & Time : 22 April 2025 Tuesday 8:11 am

দৌলতপুরের সমাবেশ ও বিদায় সংবর্ধনা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ২০২৩শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আরোজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শামীম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা বেনজির আহমেদ বাবু খান।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার‌‌ খান, খলিসাকুন্ডি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মো. বেদালী মন্ডল, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা জয়নুল আবেদীন, পিপুলবাড়ীয়া শাপলা প্রি ক্যাডেট এর প্রধান শিক্ষক মো. শফিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত শিক্ষা অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। বিদ্যা না থাকলে কোন জায়গায় স্থান নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আগামীতে আরো ব্যাপক উন্নয়ন হবে।অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা সামগ্রী এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য বেশ কিছু উপহার সামগ্রী প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেওয়া হয়।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২১ মার্চ ২০২৩